মালদহ জেলা প্রশাসনের সঙ্গে আজ, মঙ্গলবার ইংরেজবাজারে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে মুর্শিদাবাদ সফর শেষ করে তিনি মালদহে পৌঁছন এবং সোজা চলে যান নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের বাড়িতে। সেখানে তাঁর স্ত্রী চৈতালির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি।
দুলাল সরকারের হত্যাকাণ্ড নিয়ে তৃণমূলের অন্দরে নানা প্রশ্ন উঠছে। জেলার রাজনৈতিক দ্বন্দ্বের জেরেই কি তাঁর মৃত্যু? পুলিশের তদন্তেও উঠে এসেছে অভ্যন্তরীণ কোন্দলের ইঙ্গিত। এই প্রসঙ্গেই দুলালের পরিবারের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী বলেন, “মালদহের রাজনীতিটা বুঝি না! রহস্যটা কী?”
আজ ইংরেজবাজারের সভামঞ্চ থেকে সেই রাজনৈতিক অস্থিরতা নিয়ে মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য করেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তাঁর বক্তব্যে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং জেলার রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন কোনো বার্তা আসে কি না, সেদিকে নজর থাকবে সবার।