প্রথম পাতা খবর শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর সফল ট্রায়াল রান, পরিষেবা শুরুর সম্ভাবনা

শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর সফল ট্রায়াল রান, পরিষেবা শুরুর সম্ভাবনা

191 views
A+A-
Reset

১১ মিনিটে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পৌঁছে গেল মেট্রো। প্রথমবার পরীক্ষামূলকভাবে (ট্রায়াল রান) এই পথে মেট্রো চালাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের দাবি, ট্রায়াল রান সফল হয়েছে। এই রুটে পরিষেবা চালু হলে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সরাসরি যাতায়াত সম্ভব হবে।

মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ট্রায়াল রান শুরু হয় এবং ১১টা ৩১ মিনিটে এসপ্ল্যানেড পৌঁছে যায় মেট্রো। কলকাতা মেট্রোর জিএম পি উদয়কুমার রেড্ডি-সহ উচ্চপদস্থ আধিকারিকেরা এই পরীক্ষার সময় উপস্থিত ছিলেন। ট্রায়াল সফল হওয়ায় দ্রুত পরিষেবা শুরুর বিষয়ে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।

এই প্রকল্পে দীর্ঘদিন ধরে বিলম্বের কারণ ছিল বৌবাজারের কাছে সুড়ঙ্গ খোঁড়ার সমস্যা। ২০১৯ সালে মাটি কাটার সময় ধস নামায় কাজ বন্ধ করতে হয়। পরবর্তী বছরগুলোতেও জল ঢোকার কারণে একাধিকবার সমস্যা তৈরি হয়। তবে বর্তমানে সমস্ত বাধা কাটিয়ে সুড়ঙ্গ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু হলে হাওড়া ময়দান থেকে সোজা সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রা অনেক সহজ হয়ে যাবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.