প্রথম পাতা খবর নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়

নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়

185 views
A+A-
Reset

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকীতে ফের তাঁর ‘অন্তর্ধান রহস্য’-এর প্রসঙ্গ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালচিনির সুভাষিনী চা বাগানে এক সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, “উনি চক্রান্তের শিকার হয়েছিলেন।”

নেতাজির মৃত্যু নিয়ে বিতর্ক নতুন নয়। ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় কি আদৌ তাঁর মৃত্যু হয়েছিল? এই প্রশ্ন বহুবার উঠেছে। মমতা বলেন, “কীভাবে নেতাজির মৃত্যু হয়েছিল, তা আজও জানি না। তাঁর জন্মদিন জানি, মৃত্যুদিবস জানি না। তিনি চক্রান্তের বড় শিকার। দুঃখ হয়। দেশের জন্য এত লড়াই করা মানুষটা কোথায় হারিয়ে গেলেন, আমরা তা জানি না।”

মমতা জানান, রাজ্যের হাতে থাকা নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে।

নতুন প্রকল্পের উদ্বোধন

এই অনুষ্ঠানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, “আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারবে না। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে আরও ৫০টি শয্যা যুক্ত করা হয়েছে। ১২ লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের অর্ধেক টাকা দেওয়া হয়েছে, বাকি টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে। পরবর্তী ধাপে আরও ১৬ লক্ষ মানুষ এই অর্থ পাবেন।”

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ

এ দিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন, “আমাদের কেন্দ্র টাকা দিচ্ছে না। কিন্তু আমরা সম্মানের সঙ্গে আপোস করি না। মানুষজনকে ঘর দেওয়া হবে। অনেক চা বাগান খুলে গিয়েছে, আগামী দিনে আরও খোলা হবে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.