কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-কে স্টল দেওয়ার অনুমতি দিতে রাজি নয় পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। সেই সিদ্ধান্তই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা ভিএইচপির মামলা খারিজ করে দেন।
আদালত জানায়, গিল্ড একটি বেসরকারি সংস্থা হওয়ায় এর বিরুদ্ধে মামলা করার আইনি ভিত্তি দুর্বল। এর আগেও গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)-র একই অভিযোগ খারিজ করেছে হাইকোর্ট। ফলে এবারের বইমেলায় এপিডিআরও স্টল পাবে না।
৪৮তম কলকাতা বইমেলায় ৬০০ বর্গফুট স্টলের জন্য আবেদন করেছিল ভিএইচপি। তবে গিল্ড জানায়, আবেদন সঠিক নিয়মে হয়নি এবং সংগঠনটি বিতর্কিত ও স্পর্শকাতর বই প্রকাশ করে। যদিও ভিএইচপির দাবি, তাদের প্রকাশনা সংস্থা ‘বিশ্ব হিন্দু বার্তা’ ২০১১ সাল থেকে বইমেলায় অংশ নিয়ে আসছে।
আগের শুনানিতে বিচারপতি গিল্ডের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আগের বছরগুলোতে স্টল দেওয়া হয়েছিল, এবার হঠাৎ অনুমতি দেওয়া হবে না কেন? যদি ওরা স্পর্শকাতর বই প্রকাশ করেই থাকে, তাহলে আগে কেন আটকানো হয়নি?” গিল্ডের আইনজীবী জানান, এবার থেকে কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। তবে বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, “কোন বিধিবদ্ধ নিয়ম পরিবর্তন হয়েছে? গিল্ড কি নিজের নিয়ম নিজেই তৈরি করছে?”
সকল বিতর্কের পর শুক্রবার আদালত গিল্ডের সিদ্ধান্তই বহাল রাখে এবং ভিএইচপির মামলা খারিজ করে দেয়। ফলে এবারের কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদ স্টল পাবে না।