248
মাঘের মাঝামাঝি সময়েও কলকাতা-সহ রাজ্যের বেশির ভাগ জায়গায় শীতের প্রকোপ নেই বললেই চলে। তাপমাত্রা ক্রমশ বাড়ছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি ছিল।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে পারদ কিছুটা নামতে পারে, তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় শীত আসছে না। তবে রবিবার থেকে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারে, যার ফলে আগামী দু’দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে।
এর ফলে সাময়িকভাবে কনকনে ঠান্ডার অনুভূতি থাকলেও এই প্রবণতা দীর্ঘস্থায়ী হবে না। তবে ২৬ জানুয়ারির পর ফের ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।