243
সারা দেশে উদযাপিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে নাকা চেকিং, বাড়ানো হয়েছে নিরাপত্তা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির কুচকাওয়াজে অংশ নেবেন, আর কলকাতার রেড রোডে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের বিভিন্ন হোটেলেও কড়া নজরদারি চালানো হচ্ছে। যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি কলকাতায় মোতায়েন থাকবেন ২৩০০ পুলিশকর্মী। দিল্লিতে ১৫ হাজার পুলিশ ও ৭০ কোম্পানি আধাসেনা থাকছে নিরাপত্তার দায়িত্বে। পাশাপাশি সীমান্তেও বাড়ানো হয়েছে নজরদারি।