প্রথম পাতা খবর মহাকুম্ভে পুণ্যস্নান করতে আজ প্রয়াগরাজে অমিত শাহ, সাক্ষাৎ করবেন সাধুসন্তদের সঙ্গে

মহাকুম্ভে পুণ্যস্নান করতে আজ প্রয়াগরাজে অমিত শাহ, সাক্ষাৎ করবেন সাধুসন্তদের সঙ্গে

221 views
A+A-
Reset

মহাকুম্ভ মেলার মাঝেই প্রয়াগরাজ সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিশাল ধর্মীয় সমাবেশে অংশ নিয়ে তিনি ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করবেন এবং সাধু-সন্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মহাকুম্ভ মিডিয়া সেন্টারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অমিত শাহ আজ, সোমবার সকাল ১১:২৫ নাগাদ প্রয়াগরাজ পৌঁছবেন। স্নান শেষে তিনি বড় হনুমানজী মন্দির এবং অভয়বট পরিদর্শন করবেন।

এরপর শাহ জুনা আখড়ায় গিয়ে মহারাজ এবং অন্যান্য সাধুদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারবেন। তাঁর সফরসূচিতে গুরু শরণানন্দজীর আশ্রম পরিদর্শনও রয়েছে, যেখানে তিনি গুরু শরণানন্দজী এবং গোবিন্দ গিরিজী মহারাজের সঙ্গে দেখা করবেন। এরপর শ্রৃঙ্গেরী, পুরী ও দ্বারকার শঙ্করাচার্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। সন্ধ্যায় তিনি প্রয়াগরাজ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মহাকুম্ভ শুধুমাত্র এক ধর্মীয় উৎসব নয়, এটি ভারতীয় ঐতিহ্য, বিশ্বাস ও জ্ঞানের এক মহাসংমেলন। এই উপলক্ষে অমিত শাহ ‘এক্স’-এ লিখেছেন, “মহাকুম্ভ কেবল এক তীর্থস্থান নয়, এটি সমগ্র বিশ্বকে সাম্য ও ঐক্যের বার্তা দেয়। প্রয়াগরাজে পুণ্যস্নান এবং সাধু-সন্তদের সঙ্গে সাক্ষাৎ করতে আমি অত্যন্ত উৎসাহী।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.