প্রথম পাতা খবর মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৩০, আহত ৬০

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৩০, আহত ৬০

282 views
A+A-
Reset

প্রয়াগরাজের মহাকুম্ভে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ৩০ জনের। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মহাকুম্ভের ডিআইজি বৈভব কৃষ্ণা মঙ্গলবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনার কথা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ১টা থেকে ২টোর মধ্যে ত্রিবেণী সঙ্গমে প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ২৫ জনের পরিচয় পাওয়া গেলেও, বাকি ৫ জনের পরিচয় জানতে তদন্ত চলছে।

মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নানের আগেই ঘটে বিপর্যয়। লোকের ভিড়, হুড়োহুড়িতে পদপিষ্ট হন কয়েকশো মানুষ।  আপদকালীন পরিস্থিতিতে পুণ্যস্নান বাতিল করে দিয়েছে ১৩টি আখড়া। ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

মহাকুম্ভের ইতিহাসে এটি অন্যতম বড় দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। প্রশাসন ইতিমধ্যেই উদ্ধারকাজ জোরদার করেছে, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল সংখ্যক পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.