ওয়াশিংটন ডিসির পোটোম্যাক নদীর উপর ভয়াবহ বিমান দুর্ঘটনা। মাঝ আকাশে সেনা কপ্টারের সঙ্গে যাত্রীবাহী উড়ানের সংঘর্ষে বিমানের ধ্বংসাবশেষ নদীতে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ১৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই দুর্ঘটনা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ-এ লিখেছেন, “উড়ানটি নির্দিষ্ট পথেই বিমানবন্দরের দিকে যাচ্ছিল। হেলিকপ্টারটি সরতে পারত। তাহলে এই দুর্ঘটনা কেন এড়ানো গেল না?”
এয়ার ট্রাফিক কন্ট্রোলকেও কাঠগড়ায় তুলেছেন ট্রাম্প। তিনি বলেছেন, “কপ্টারটিকে কেন সরতে বলা হয়নি? দেখে মনে হচ্ছে এই ঘটনা এড়ানো যেত!”
বিমানে ৬৪ জন যাত্রী ও বিমানকর্মী ছিলেন, আর সেনা কপ্টারে ছিলেন ৩ জন। সংঘর্ষের পর উড়ানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়ে টুকরো টুকরো হয়ে যায়।
ওয়াশিংটন ডিসির দমকল প্রধান জন ডোনেলি জানিয়েছেন, “উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। যেখানে খোঁজ চলছে, সেখানে ৮০ ফুট গভীর জল, প্রবল ঠান্ডা এবং তীব্র স্রোতের কারণে ডুবুরিদেরও সমস্যা হচ্ছে।”
দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। মার্কিন প্রশাসন এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।