487
শনিবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা অষ্টম বারের জন্য বাজেট বক্তৃতা করলেন তিনি। দেখে নেওয়া যাক, বাজেটে কোন কোন জিনিসের দাম কমল? দাম বাড়ল কিসের?
যে জিনিসগুলোর দাম কমেছে:
- মোবাইল ফোন
- জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সামগ্রী
- ইভি ব্যাটারি
- ফ্রোজেন মাছের পেস্ট (সুরিমি)
- ওয়েট ব্লু লেদার
- ক্যারিয়ার-গ্রেড ইথারনেট সুইচ
- ১২টি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ
- এলসিডি/এলইডি টিভির ওপেন সেল
- জাহাজ নির্মাণের কাঁচামালের উপর মৌলিক কাস্টমস শুল্ক ১০ বছরের জন্য প্রত্যাহার
- সামুদ্রিক পণ্য
- কোবাল্টজাত পণ্য
- এলইডি
- লিথিয়াম-আয়ন ব্যাটারি, সীসা, দস্তা এবং আরও ১২টি গুরুত্বপূর্ণ খনিজের স্ক্র্যাপ
- ৪০,০০০ মার্কিন ডলারের বেশি মূল্যের আমদানি করা গাড়ি বা ৩,০০০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন গাড়ি
- ১৬০০ সিসির কম ইঞ্জিন ক্ষমতার সম্পূর্ণ নির্মিত (CBU) আমদানিকৃত মোটরসাইকেল
- ১৬০০ সিসির কম ইঞ্জিন ক্ষমতার আধা-বিল্ট (SKD) আমদানিকৃত মোটরসাইকেল
- ১৬০০ সিসির কম ইঞ্জিন ক্ষমতার সম্পূর্ণভাবে খুলে আনা (CKD) আমদানিকৃত মোটরসাইকেল
- ১৬০০ সিসি বা তার বেশি ইঞ্জিন ক্ষমতার সম্পূর্ণ নির্মিত (CBU) আমদানিকৃত মোটরসাইকেল
- ১৬০০ সিসি বা তার বেশি ইঞ্জিন ক্ষমতার আধা-বিল্ট (SKD) আমদানিকৃত মোটরসাইকেল
- ১৬০০ সিসি বা তার বেশি ইঞ্জিন ক্ষমতার সম্পূর্ণভাবে খুলে আনা (CKD) আমদানিকৃত মোটরসাইকেল
- ১০ বা তার বেশি যাত্রী পরিবহনের জন্য আমদানিকৃত যানবাহন
- ইলেকট্রনিক খেলনার যন্ত্রাংশ
- খাদ্য ও পানীয় শিল্পে ব্যবহৃত সিন্থেটিক ফ্লেভারিং এসেন্স ও মিশ্রণ
- গয়না, স্বর্ণকার ও রূপকার শিল্পের বিভিন্ন সামগ্রী
যে জিনিসগুলোর দাম বেড়েছে:
- স্মার্ট মিটার
- সোলার সেল
- আমদানিকৃত জুতো
- আমদানিকৃত মোমবাতি ও টেপার
- আমদানিকৃত ইয়ট ও অন্যান্য নৌযান
- পিভিসি ফ্লেক্স ফিল্ম, পিভিসি ফ্লেক্স শিট, পিভিসি ফ্লেক্স ব্যানার
- কিছু নির্দিষ্ট আমদানিকৃত নিটেড কাপড়
- সম্পূর্ণ নির্মিত ইউনিট হিসেবে আমদানিকৃত ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে