প্রথম পাতা খবর ৮-৯ ফেব্রুয়ারি শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন বাতিল ও ঘুরপথে চালানোর ব্যবস্থা

৮-৯ ফেব্রুয়ারি শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন বাতিল ও ঘুরপথে চালানোর ব্যবস্থা

305 views
A+A-
Reset

কলকাতা: শিয়ালদহ ডিভিশনে ৮-৯ ফেব্রুয়ারি পর্যন্ত কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভার ব্রিজের কাজ চলায় রেল কর্তৃপক্ষ প্রায় সাড়ে ৯ ঘণ্টার বেশি সময় লোকাল ট্রেন বাতিল রাখার ব্যবস্থা নিয়েছে। এ সময় ৮ ফেব্রুয়ারি রাত ১০টা ১৫ মিনিট থেকে পরের দিন ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে।

শনিবার ৮ তারিখে শিয়ালদহ-ডায়মন্ড হারবার লাইনে নিম্নলিখিত ট্রেন বাতিল থাকবে – ডাউন ৩৪৮৬০ ও ৩৪৮৫৬, এবং আপ ৩৪৮৫৭ ট্রেন বাতিল। রবিবার ৯ তারিখে ডায়মন্ড হারবার-শিয়ালদহ লাইনের আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ ও ডাউন ৩৪৮১২, ৩৪৮১৮, ৩৪৮২০ ট্রেন বাতিল থাকবে। এছাড়াও সোনারপুর-ডায়মন্ড হারবার লাইনের ডাউন ৩৪৮৮২ ও ডায়মন্ড হারবার-বারুইপুর লাইনের আপ ৩৪৮৯১ ট্রেন বাতিলের আওতায় পড়বে।

কিছু ট্রেনকে ঘুরপথে চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, ৩৪৮৫৪ ও ৩৪৮৫৯ নম্বর শিয়ালদহ-ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল মগরা হাট থেকে ছাড়বে। ৩৪৮৫৮ নম্বর ট্রেন ৮ তারিখে বারুইপুরে এসে থামবে, এবং ৩৪৮১১ নম্বর ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ৯ তারিখে বারুইপুর থেকে ছাড়বে। তাছাড়া, ৩৪৮১৪ ও ৩৪৮১৯ নম্বর শিয়ালদহ-ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ০৯.০২.২০২৫ তারিখে মগরা হাট থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ থাকবে এবং ৯ তারিখে মগরাহাট থেকে যাতায়াত করবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.