প্রথম পাতা খবর প্রায় ৫ বছর পর মূল সুদের হার হ্রাস করল আরবিআই

প্রায় ৫ বছর পর মূল সুদের হার হ্রাস করল আরবিআই

208 views
A+A-
Reset

অর্থনীতিকে জোরদার করতে প্রায় ৫ বছর পরে প্রথমবারের মতো মূল সুদের হার বা রেপো রেট হ্রাস করল ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই)।

আরবিআই-এর মুদ্রানীতি কমিটি (এমপিসি) একমত হয়ে মূল রেট ৬.৫ শতাংশ থেকে ২৫ পয়েন্ট নামিয়ে ৬.২৫ শতাংশে কমানোর সিদ্ধান্ত নিয়েছে, বলে জানান সঞ্জয় মালহোত্রা। গত ডিসেম্বর থেকে আরবিআই গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মালহোত্রা।

এমপিসি, যার মধ্যে তিনজন আরবিআই সদস্য এবং তিনজন বহিরাগত সদস্য রয়েছেন, সর্বশেষ মে ২০২০ সালে রেপো রেট কমায় এবং পরবর্তী ১১টি নীতিমালা বৈঠকে রেট অপরিবর্তিত রেখেছিল।

সঞ্জয় মালহোত্রা আরও বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি এখনও চ্যালেঞ্জিং, কারণ বৈশ্বিক অর্থনীতি ঐতিহাসিক গড়ের নিচে বৃদ্ধি পাচ্ছে। তিনি উল্লেখ করেন, “উচ্চ-আবৃত্তির সূচকগুলো বিশ্ব অর্থনীতির স্থিতিস্থাপকতা নির্দেশ করছে।” ভারতীয় অর্থনীতি বিশ্বব্যাপী বায়ুপ্রতিরোধক প্রভাব থেকে মুক্ত নয়, তবে তা শক্তিশালী ও স্থিতিশীল বলে তিনি জানান।

আরও বলেন, যুক্তরাষ্ট্রে রেট কাটের আকার ও গতি কমে যাওয়ার প্রত্যাশার সাথে সাথে বন্ড ইল্ড ও ডলারও বৃদ্ধি পেয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.