প্রথম পাতা খবর বুথ ফেরত সমীক্ষার অনুমান মতোই দিল্লিতে বিজেপি? না কি ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা?

বুথ ফেরত সমীক্ষার অনুমান মতোই দিল্লিতে বিজেপি? না কি ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা?

281 views
A+A-
Reset

বিধানসভা নির্বাচনের পর অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার মতে, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে হারিয়ে বিজেপি ও তার সহযোগী দলগুলি ক্ষমতায় আসতে চলেছে। একাধিক এক্সিট পোলের ফলাফল ইঙ্গিত দিয়েছে, ভোটারদের মনোভাব গত নির্বাচনের তুলনায় বদলে গেছে এবং প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির অবস্থান শক্তিশালী হয়ে উঠছে। অন্যদিকে, কংগ্রেসের পক্ষে কোনো আশানুরূপ ফলাফলের ইঙ্গিত পাওয়া যায়নি। তবে, সব সময় যে বুথ ফেরত সমীক্ষার অনুমান আর নির্বাচনী ফলাফল এক হয়, তেমনটা নয়। তাহলে কী হতে চলেছে দিল্লিতে?

বহু ক্ষেত্রে দেখা গেছে, এক্সিট পোলের অনুমান ও আসল ভোটের ফলাফল এক সাথে মেলেনি। এই সাম্প্রতিক সমীক্ষায় বিজেপি ও তার সহযোগীদের পক্ষ থেকে ব্যাপক সমর্থনের কথা উঠে এলেও কেজরিওয়ালের পক্ষে একটা বড় অংশের ভোটারের সমর্থনের দিকটিও এড়িয়ে যেতে নারাজ অনেকে।

বুধবার দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক নম্বর ৩৬। ফল প্রকাশ আগামীকাল, রবিবার। তার আগে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় জানিয়ে দিয়েছে, সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক সংখ্যার চেয়ে অনেক বেশি আসনে জয়ী হতে পারে বিজেপি।

অথচ, ভোটের কদিন আগে একটি সমীক্ষা জানিয়েছিল, আপ পাবে ৪১টি আসন। ২৯টি আসন পেয়ে দ্বিতীয় হবে বিজেপি । গত দুটি বিধানসভা নির্বাচনের মতো এবারও কংগ্রেসের হাত খালিই থাকবে। কয়েক দিনের ব্যবধান সেই সমীক্ষার অনুমান নস্যাৎ করে দিয়েছে ভোট পরবর্তী সমীক্ষাগুলি।

এরই মধ্যে আবার, একটি মহলের মতে, হাড্ডাহাড্ডি লড়াই হবে আপ এবং বিজেপির। সেই লড়াইয়ে এমনও হতে পারে, দুই দলই সংখ্যাগরিষ্ঠতার কিঞ্চিৎ দূরে থমকে যাচ্ছে। কংগ্রেসের ভাগ্যে শিকে ছিড়ুক বা হতে পারে নির্দলদের বাজিমাত, ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, কংগ্রেস ০ থেকে ১টি কিম্বা ২টি আসন পেতে পারে বলে বহু সমীক্ষক সংস্থা আভাস দিয়েছে।  কিছুটা ব্যতিক্রমী ভাবেই উইপ্রিসাইড এক্সিট পোলের সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ১৮-২৩টি আসন। আপ পেতে পারে ৪৬-৫২টি আসন। কংগ্রেস পেতে পারে খুব জোর ১টি আসন। অর্থাৎ, আপের প্রত্যাবর্তনের রাস্তাও খোলা রাখছেন কেউ কেউ।

সবমিলিয়ে, দিল্লিতে কী হতে চলেছে? বুথ ফেরত সমীক্ষার অনুমান মতই বিজেপি ও তার সহযোগীদের জয় নিশ্চিত না কি ফের বাজিমাত করবে আপ না কি ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা? আর মাত্র কয়েক ঘণ্টা পরেই পুরোটা স্পষ্ট হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.