প্রথম পাতা খবর নয়াদিল্লিতে কেজরিওয়ালের পরাজয়, বিজেপির দখলে দিল্লির সিংহভাগ আসন

নয়াদিল্লিতে কেজরিওয়ালের পরাজয়, বিজেপির দখলে দিল্লির সিংহভাগ আসন

272 views
A+A-
Reset

দিল্লির রাজনৈতিক ময়দানে বড়সড় ধাক্কা খেল আম আদমি পার্টি (AAP)। নয়াদিল্লি আসনে বিজেপি প্রার্থী প্রবেশ ভার্মার কাছে পরাজিত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভোটগণনার অষ্টম রাউন্ডের শেষে কেজরিওয়ালের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ১৮,০৯৭, যেখানে প্রবেশ ভার্মা পেয়েছেন ১৯,২৬৭ ভোট।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৫টিতে এগিয়ে অথবা জয়ী বিজেপি। গত ১০ বছর দিল্লির রাজনীতিতে আধিপত্য বিস্তার করলেও এবার কঠিন পরিস্থিতির মুখে পড়েছে আপ।

অন্যদিকে, ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত দিল্লির ক্ষমতায় থাকা কংগ্রেস পুনরুজ্জীবনের আশায় থাকলেও পরপর তৃতীয়বার শূন্য হাতে ফিরতে চলেছে বলে ইঙ্গিত মিলছে।

ফেব্রুয়ারির ৫ তারিখে হওয়া নির্বাচনে দিল্লির ১.৫৫ কোটি ভোটারের মধ্যে ৬০.৫৪ শতাংশ ভোট দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.