কলকাতা: বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগেই দলের শৃঙ্খলা বজায় রাখতে বিধায়কদের কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরুর আগে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘একবার ভুল করলে ক্ষমা করা যায়, বার বার নয়।’
এদিনের বৈঠকে দলীয় বিধায়কদের একসঙ্গে চলার নির্দেশ দেন মমতা। সাম্প্রতিক সময়ে দলের বেশ কয়েকজন বিধায়কের বিতর্কিত মন্তব্য এবং আচরণ নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে মদন মিত্র ইতিমধ্যেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন বলে মমতা বৈঠকে উল্লেখ করেন। কিন্তু বাকিদের প্রতি তিনি ঘুরিয়ে বার্তা দেন যে, বারবার ভুল করলে তার পরিণতি ভালো হবে না। দলীয় বিধায়কদের শৃঙ্খলা রক্ষার নির্দেশ দিয়ে মমতা বলেন, ‘‘দল ঐক্যবদ্ধ থাকলেই শক্তিশালী হয়।’’
গত কয়েক মাসে তৃণমূলের বেশ কয়েকজন বিধায়কের মন্তব্য ও কার্যকলাপ বিতর্ক তৈরি করেছে। নারায়ণ গোস্বামীর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দেওয়া অসংলগ্ন বক্তব্যের ভিডিও ভাইরাল হলে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়।
অন্যদিকে, উত্তর কলকাতার চিত্তরঞ্জন কলেজের পরিচালন সমিতির সভাপতি পদ থেকে বিধায়ক বিবেক গুপ্তকে সরিয়ে শশী পাঁজাকে দায়িত্ব দেওয়া হয়, যা নিয়েও দলে অস্বস্তি তৈরি হয়। আর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের ‘ঠোঁটকাঁটা’ মন্তব্য বারবার বিতর্ক তৈরি করেছে। এই পরিপ্রেক্ষিতে মমতার হুঁশিয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।