প্রথম পাতা খবর বাংলাদেশে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ ঘোষণা আজ

বাংলাদেশে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ ঘোষণা আজ

266 views
A+A-
Reset

বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আজ নতুন দলের আত্মপ্রকাশ হতে চলেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে গঠন করছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি’। ইতিমধ্যেই দলের নাম চূড়ান্ত হয়েছে এবং নেতৃত্বও নির্ধারিত।

দলের আহ্বায়ক হচ্ছেন অন্তর্বর্তী সরকারের সদ্য পদত্যাগ করা উপদেষ্টা নাহিদ ইসলাম। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পাচ্ছেন সারজিস আলম। গত বছরের জুলাই মাসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।

এই নতুন দল বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে কী ধরনের প্রভাব ফেলবে এবং দেশের রাজনীতিতে তাদের অবস্থান কেমন হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপি যেখানে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে, সেখানে নতুন এই রাজনৈতিক শক্তির ভূমিকা নিয়েও কৌতূহল রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.