ভোটার তালিকায় ‘ভূতুড়ে’ কার্ড ইস্যুর অভিযোগে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ১১ মার্চ দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে কমিশনের কাছে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইবে দলের ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল।
তৃণমূল সূত্রে খবর, ভোটার তালিকায় একাধিক গলদ ধরা পড়েছে। অনেক ভোটারের একই EPIC নম্বর, শ’য়ে শ’য়ে ডুপ্লিকেট কার্ডের নজির সামনে এসেছে। কমিশন ইতিমধ্যেই স্বীকার করেছে যে, তিন মাসের মধ্যে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রকৃতপক্ষে কত সংখ্যক ডুপ্লিকেট কার্ড ইস্যু হয়েছে, তা এখনও স্পষ্ট করেনি কমিশন।
মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে এই বিষয়ে বিস্তারিত অভিযোগ জানানো হবে। প্রতিনিধি দলে থাকবেন লোকসভার ছয়জন ও রাজ্যসভার চারজন তৃণমূল সাংসদ। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়ান প্রশ্ন তুলেছেন, “যখন কারও জানা নেই মোট কত ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যু হয়েছে, তখন তিন মাসের মধ্যে কীভাবে এই সমস্যার সমাধান সম্ভব?”