217
রবিবার দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। এই জয়ের সঙ্গে ভারতীয় বোর্ডের কোষাগারে ঢুকছে বড় অঙ্কের অর্থ।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি মোট ৬০ লক্ষ ডলার বা ৬০ কোটি টাকা পুরস্কারমূল্য নির্ধারণ করেছিল। প্রতিটি দলই কিছু না কিছু অর্থ পেয়েছে।
ভারত গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জেতায় ফাইনালের আগেই ৮৮.৫ লক্ষ টাকা পেয়েছিল। ফাইনালে জয়ের পর মোট পুরস্কারমূল্য দাঁড়াল ২০.৩৮ কোটি টাকা।
রানার্স আপ নিউজিল্যান্ড পাচ্ছে ৯.৭৪ কোটি টাকা। পাশাপাশি গ্রুপ পর্বে দু’টি ম্যাচ জেতায় আরও ৫৯ লক্ষ টাকা যোগ হচ্ছে। সব মিলিয়ে নিউজিল্যান্ডের প্রাপ্ত অর্থ ১০.৩৩ কোটি টাকা।