বিধানসভা নির্বাচনের আগে ফের রাজনৈতিক অস্থিরতা হলদিয়ায়। বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল এবার যোগ দিলেন তৃণমূলে। সোমবার তৃণমূল ভবনে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। সঙ্গে ছিলেন তাঁর স্বামী। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাসও।
তাপসী মণ্ডলের রাজনৈতিক যাত্রা নানা মোড় নিয়েছে। ২০১৯ সালে তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে সম্প্রতি হলদিয়া বন্দরকে কেন্দ্র করে বিজেপির অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্বের আবহ তৈরি হয়। কারও নাম না করেই অভিযোগ করেন, দলের মধ্যেই কেউ কেউ বিভাজনের চেষ্টা করছেন। তখন থেকেই তাপসী মণ্ডলকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো— তিনি তৃণমূলে যোগ দিলেন।
হলদিয়ার বিজেপি নেতারা বলছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই তাপসী মণ্ডলের সঙ্গে দলের দূরত্ব বাড়ছিল। এমনকি, তাঁকে জেলার সভানেত্রীর পদ থেকে সরানো হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। গত ১৭ ফেব্রুয়ারি হলদিয়ায় এক অনুষ্ঠানে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রকাশ্যে মতবিরোধ হয়। সেই সময় থেকেই তাঁর তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল, যা এবার বাস্তবে পরিণত হলো।