আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ শুরু হতে পারে, যা চলবে বুধবার পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে শনিবার থেকেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার পর্যন্ত পরিস্থিতি একই রকম থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদি তাপপ্রবাহ সরাসরি না-ও হয়, তবুও শনিবার, রবিবার ও সোমবার দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। রাতের তাপমাত্রায়ও খুব বেশি পরিবর্তন হবে না।
তবে সপ্তাহের শেষে সামান্য স্বস্তি মিলতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে শুক্রবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাকি দিনগুলিতে উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে।