শনিবার দলের অভ্যন্তরীণ সভায় নেতাদের শৃঙ্খলার পাঠ পড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধন নিয়ে ভার্চুয়াল সভায় তিনি জানিয়ে দিলেন, তাঁর দফতর বা আইপ্যাকের নাম করে কেউ তোলাবাজি করলে তা বরদাস্ত করা হবে না।
রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদলের নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার সেই বিষয়ে কড়া বার্তা দিলেন অভিষেকও। তিনি জানান, কিছু লোক ক্যামাক স্ট্রিটের দফতর (‘এবি’-র অফিস) ও আইপ্যাকের নাম করে টাকা তুলছেন। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে।
অভিষেক একটি ফোন নম্বর জানিয়ে বলেন, যদি কেউ আইপ্যাকের প্রতিনিধি বলে দাবি করেন, তাহলে সেই নম্বরে যাচাই করতে হবে। তৃণমূল ২০২৬ সালের বিধানসভা ভোটে প্রতিষ্ঠান বিরোধিতার চ্যালেঞ্জ নিয়ে নামবে, সেখানে দুর্নীতির অভিযোগ দলকে আরও বিপাকে ফেলতে পারে। তাই তিনি নিশ্চিত করতে চাইছেন, দুর্নীতির কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়।