আইপিএলের প্রথম ম্যাচ উপলক্ষে কলকাতায় বিশেষ ট্রেন ও অতিরিক্ত মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ রয়েছে। যাত্রীদের সুবিধার জন্য পূর্ব রেল দুটি অতিরিক্ত ট্রেন চালাবে।
প্রিন্সেপ ঘাট থেকে রাত ১১.৫০-এ বিশেষ ট্রেন বারাসত পর্যন্ত চলবে এবং বিবাদী বাগ থেকে রাত ১২টায় ট্রেন বারুইপুর পর্যন্ত যাবে। ২২ এপ্রিল, ২৩ ও ২৫ মে এই ট্রেন চলবে। প্রয়োজন হলে আরও ট্রেন চালানো হতে পারে।
মেট্রো কর্তৃপক্ষও অতিরিক্ত পরিষেবা দেবে। রাত ১২.১৫-তে এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষের উদ্দেশ্যে মেট্রো ছাড়বে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্তও মেট্রো চলবে। টিকিট কাউন্টার খোলা থাকবে এবং এই পরিষেবার জন্য মূল ভাড়ার সঙ্গে ১০ টাকা অতিরিক্ত দিতে হবে।