238
খড়গপুরে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকায় রাস্তার উদ্বোধনে গেলে মহিলাদের তুমুল বিক্ষোভের সম্মুখীন হন তিনি। জল ও রাস্তার দাবিতে বিক্ষুব্ধ মহিলাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দিলীপ।
বিক্ষোভের মধ্যে দিলীপ ঘোষ অভিযোগ করেন, সবটাই তৃণমূলের চক্রান্ত। মহিলারাও পাল্টা প্রশ্ন তোলেন, সাংসদ বা বিধায়ক না হয়েও তিনি কীভাবে রাস্তার উদ্বোধন করতে এসেছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দিলীপ ঘোষ উদ্বোধন না করেই ফিরে যান।
তীব্র ক্ষোভের মুখে দিলীপ ঘোষ বলেন, “টাকা দিয়েছি, কারও বাপের টাকা নয়।” পাল্টা একজন বলেন, “বাপ তুলে কেন কথা বলছেন?” উত্তরে দিলীপ বলেন, “চোদ্দপুরুষ তুলব, বেশি ন্যাকামি করবে না।”
এই ঘটনা ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।