প্রথম পাতা খবর হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লির কাছে ১ উইকেটে হার লখনউয়ের

হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লির কাছে ১ উইকেটে হার লখনউয়ের

308 views
A+A-
Reset

হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালস ৯ উইকেট হারিয়েও লখনউ সুপার জায়ান্টসকে ছয় উইকেটে পরাজিত করল। ২১০ রান তাড়া করতে নেমে দিল্লি ১৯.৩ ওভারে ২১১ রান করে ম্যাচ জিতে নেয়। জয়ের নায়ক আশুতোষ শর্মা, যিনি ৩১ বলে অপরাজিত ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

ম্যাচের শেষ ওভারে উইকেটরক্ষক ঋষভ পন্থ মোহিত শর্মাকে স্টাম্পড করার সুযোগ হাতছাড়া না করলে লখনউ জিততে পারত। দিল্লির শুরুটা ভালো না হলেও ফ্যাফ ডুপ্লেসি ২৯, অক্ষর পটেল ২২, স্ট্রিস্টান স্টাবস ৩৪ ও ভিপরাজ নিগমের ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস ম্যাচে দলকে টিকিয়ে রাখে।

এর আগে লখনউ প্রথমে ব্যাট করে আট উইকেটে ২০৯ রান তোলে। নিকোলাস পুরান ৭৫, মিচেল মার্শ ৭২ রান করেন। তবে মিডল-অর্ডারের ব্যর্থতা ও শেষদিকে রান না ওঠায় দল লড়াইয়ে থাকলেও জিততে পারেনি। দিল্লির পক্ষে মিচেল স্টার্ক ৪২ রানে তিন উইকেট নেন, কুলদীপ যাদব ও ভিপরাজ নিগম দুটি করে উইকেট পান।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.