333
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণে বিলেত সফর শেষে শনিবার সন্ধ্যায় কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরে ভারতীয় হাই কমিশনের আয়োজিত বাণিজ্য সম্মেলন ও বৈঠকে অংশ নেন তিনি।
গত শনিবার সন্ধ্যায় বিদেশ সফরে রওনা হয়েছিলেন মমতা। আট দিনের মাথায় শনিবার সন্ধ্যাতেই কলকাতায় ফিরলেন।
ফিরেই ইদের প্রস্তুতিতে ব্যস্ত হবেন মুখ্যমন্ত্রী। রেড রোডে ইদের নামাজে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে তাঁর। প্রশাসনের কাছে খবর, ইদ ও রামনবমীকে কেন্দ্র করে অশান্তির ছক চলছে। পুলিশ ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে, মুখ্যমন্ত্রীও প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখবেন।