ওড়িশার কটকে লাইনচ্যুত হল বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস। রবিবার চৌদ্বারের কাছে ট্রেনটির অন্তত ১১টি বগি লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনার সময় ট্রেনের গতি কম থাকায় বড় বিপর্যয় এড়ানো গিয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লাইনে গোলযোগের কারণেই প্রথমে একটি বগি লাইনচ্যুত হয়। এরপর তার অভিঘাতে আরও ১০টি বগি লাইন থেকে সরে যায়। খবর পেয়ে রেল আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন। যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাঁদের গন্তব্যে পৌঁছনোর বিকল্প ব্যবস্থার চেষ্টা চলছে।
পূর্ব উপকূলীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অশোক মিশ্র জানিয়েছেন, “রবিবার বেলা ১১টা ৫৪ মিনিটে কামাখ্যা এক্সপ্রেস লাইনচ্যুত হয়। দ্রুত উদ্ধার কাজ চলছে। কোনও যাত্রী আহত হননি। পরিষেবা স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।” দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।