প্রথম পাতা খবর ইদ উপলক্ষে কলকাতা মেট্রোর বিশেষ সূচি

ইদ উপলক্ষে কলকাতা মেট্রোর বিশেষ সূচি

178 views
A+A-
Reset

ইদের দিন, সোমবার কলকাতা মেট্রোর পরিষেবায় সামান্য পরিবর্তন আসছে। ব্লু লাইনে (নোয়াপাড়া-দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী) সাধারণ দিনে যেখানে ২৬২টি মেট্রো চলাচল করে, ৩১ তারিখ তা কমে হবে ২৩৬। ওইদিন আপ এবং ডাউন লাইনে সমান সংখ্যক ১১৮টি মেট্রো চলবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

তবে নোয়াপাড়া ও কবি সুভাষগামী প্রথম মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন থাকছে না। নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫০ মিনিটে এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোও একই সময়ে ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৫৫ মিনিটে, এবং মহানায়ক উত্তম কুমার (টলিগঞ্জ) স্টেশন থেকেও একই সময়ে একটি মেট্রো দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

রাতের পরিষেবায়ও কিছু পরিবর্তন থাকছে। সাধারণত রাত ৯:৩০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়ে, ৩১ তারিখও এই সূচি বহাল থাকবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ছাড়বে রাত ৯:২৮ মিনিটে। তবে ব্লু লাইনে ওইদিন একটি বিশেষ রাতের মেট্রো চালানো হবে, যা রাত ১০:৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশ্যে ছাড়বে।

গ্রিন লাইন-১ (শিয়ালদহ-সেক্টর ফাইভ) রুটে ওই দিন মোট ৯০টি মেট্রো চলবে, যার মধ্যে আপ ও ডাউন লাইনে সমানভাবে ৪৫টি করে মেট্রো থাকবে। তবে গ্রিন লাইন-২, পার্পেল লাইন ও অরেঞ্জ লাইনে মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন থাকছে না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.