কলকাতায় হয়ে গেল রেলওয়ে মাল গোদাম শ্রমিকদের এক গুরুত্বপূর্ণ কর্মশালা। সাড়ে আট লক্ষ শ্রমিকের স্থায়ীকরণের লক্ষ্যে রূপরেখা তৈরি করতে, সারাদিনের এই কর্মশালার আয়োজন করেছিল ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়ন – বি আর এম জি এস ইউ। ২৯ মার্চ শনিবার, কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় সভাপতি ড. পরিমলকান্তি মন্ডল।
ড. পরিমলকান্তি মন্ডল জানিয়েছেন, আগামী ১০ মে দিল্লিতে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে দেশের পনেরোটি শহরে এই ধরনের কর্মশালার আয়োজন করবে ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়ন। স্থায়ীকরণের জন্য দীর্ঘদিনের লড়াই চালিয়ে আসছে এই সংগঠন।
এই কর্মশালায় রেলওয়ে মাল গোদাম শ্রমিকদের বিভিন্ন সুবিধা সম্পর্কেও আলোচনা হয়। ড. মন্ডল জানান, বি আর এম জি এস ইউ দীর্ঘ লড়াই চালিয়ে ভারত সরকারের কাছ থেকে বেশ কিছু সুযোগ-সুবিধা আদায় করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল – চার বছরের এরিয়ার, নির্দিষ্ট মজুরি, পিএফ, ইএসআই ইত্যাদি। সেই সব সুবিধা রেলওয়ে মাল গোদাম শ্রমিকেরা কীভাবে পেতে পারেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় কর্মশালায়।
এদিনের অনুষ্ঠানে শ্রমিক ও তাদের প্রতিনিধিদের বিভিন্ন গুডস্ শেডের দায়িত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়। উপস্থিত শ্রমিকরা এই কর্মশালাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক দিশারী বলে অভিহিত করেন।