প্রথম পাতা খবর ইউপিআই হোক বা ন্যূনতম ব্যাঙ্ক ব্যালেন্স, ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম

ইউপিআই হোক বা ন্যূনতম ব্যাঙ্ক ব্যালেন্স, ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম

216 views
A+A-
Reset

১ এপ্রিল থেকে নতুন অর্থবছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের করদাতা, চাকরিজীবী এবং গ্রাহকদের জন্য একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। ২০২৫-২৬ অর্থবছর (FY26) নতুন আয়কর কাঠামো এবং ইউপিআই নিয়মসহ বিভিন্ন পরিবর্তন আনতে চলেছে।

১ এপ্রিল থেকে কার্যকর অন্যতম নিয়মগুলি:

নতুন আয়কর নিয়ম

বাজেট ২০২৫ বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত থাকবে। ১ এপ্রিল থেকে কার্যকর এই নতুন কাঠামোতে চাকরিজীবীদের জন্য ৭৫,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন রাখা হয়েছে, ফলে ১২.৭৫ লাখ টাকা পর্যন্ত বেতন করমুক্ত হবে।

নতুন পেনশন পরিকল্পনা

সরকার ২০২৪ সালের আগস্টে চালু করা ইউনিফাইড পেনশন স্কিম (UPS) প্রয়োগ করতে চলেছে, যা পুরনো পেনশন ব্যবস্থাকে বদলে দেবে। এই পরিবর্তন প্রায় ২৩ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে প্রভাবিত করবে। যাঁদের চাকরির অভিজ্ঞতা কমপক্ষে ২৫ বছর, তাঁরা অবসরের সময় শেষ ১২ মাসের গড় মৌলিক বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন।

ক্রেডিট কার্ড নিয়ম পরিবর্তন

একাধিক ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট কাঠামো পরিবর্তন করছে। SimplyCLICK SBI Card এবং Air India SBI Platinum Credit Card-এ পয়েন্ট ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার সাথে ভিস্তারা এয়ারলাইনসের সংযুক্তির ফলে Axis Bank তার Vistara Credit Card সুবিধাগুলো সংশোধিত হবে।

ইউপিআই লেনদেনের নতুন নিয়ম

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ইউপিআই লেনদেনের জন্য নতুন সুরক্ষা ব্যবস্থা কার্যকর করেছে, যার মধ্যে নিষ্ক্রিয় মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ইউপিআই অ্যাকাউন্টগুলি বন্ধ করা হবে। দীর্ঘদিন ধরে ব্যবহার না করা মোবাইল নম্বরের মালিকদের ১ এপ্রিলের আগে তাদের ব্যাঙ্কের সঙ্গে তথ্য আপডেট করতে হবে, নতুবা ইউপিআই পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে।

PhonePe, Google Pay-এর মতো তৃতীয় পক্ষের ইউপিআই প্রদানকারীদের নিষ্ক্রিয় নম্বর ধাপে ধাপে বন্ধ করতে হবে, যাতে সুরক্ষা ঝুঁকি কমানো যায়।

ব্যাঙ্কের ন্যূনতম ব্যালেন্স নিয়ম

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এবং ক্যানারা ব্যাঙ্ক সহ বেশ কয়েকটি বড় ব্যাঙ্ক তাদের ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত নিয়ম পরিবর্তন করতে চলেছে। যদি কোনো গ্রাহক নির্ধারিত ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে ব্যর্থ হন, তবে তাঁর জরিমানা দিতে হতে পারে।

জিএসটি-এর নতুন নিয়ম

  • বাধ্যতামূলক মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (MFA): নিরাপত্তা বাড়ানোর জন্য জিএসটি পোর্টালে লগইন করার সময় MFA সম্পন্ন করা বাধ্যতামূলক হবে।
  • E-Way Bill নিয়ম: এখন থেকে শুধুমাত্র ১৮০ দিনের মধ্যে জারি করা মূল নথির ভিত্তিতে E-Way Bill তৈরি করা যাবে।

এই পরিবর্তনগুলোর ফলে করদাতা, ব্যাঙ্ক গ্রাহক এবং ডিজিটাল লেনদেনকারী ব্যবহারকারীদের জন্য কিছু নতুন নিয়ম মেনে চলতে হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.