ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত। গত ২৬ মার্চ জগদ্দলে গুলিকাণ্ডের ঘটনায় তাঁর বিরুদ্ধে তৃণমূলের এক কর্মীকে গুলি করার অভিযোগ উঠেছিল। পুলিশের পক্ষ থেকে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হলে, মঙ্গলবার তা মঞ্জুর করে আদালত। অর্জুন নিজেই জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি হয়েছে।
২৬ মার্চ রাতে অর্জুনের বাড়ির সামনে গুলি-বোমাবাজির ঘটনা ঘটে। জগদ্দলের মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনে ওই ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি আহত হন। তৃণমূলের দাবি, সাদ্দাম তাঁদের দলের কর্মী এবং অর্জুনই তাঁকে লক্ষ্য করে গুলি চালান।
ওই ঘটনার তদন্তে নেমে পরের দিন সকালে অর্জুনকে জগদ্দল থানায় তলব করা হয়, তবে তিনি থানায় হাজিরা দেননি। বরং তিনি দাবি করেছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পুলিশের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে।
অর্জুন সিংহ জানান, তিনি ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর দাবি, পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা করেছে এবং এটি ষড়যন্ত্রের অংশ। তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম দাবি করেছেন, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, অর্জুন দৌড়ে যাচ্ছেন এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে। তাঁর মতে, এতদিন অপরাধ করেও পার পেয়ে গিয়েছিলেন অর্জুন, এবার প্রশাসন সঠিক পদক্ষেপ নিয়েছে।