প্রথম পাতা খবর রামনবমীর মিছিল ঘিরে কড়া নজরদারি পুলিশের

রামনবমীর মিছিল ঘিরে কড়া নজরদারি পুলিশের

368 views
A+A-
Reset

রামনবমীর মিছিল ঘিরে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। নির্দিষ্ট কয়েকটি রুটেই শুধুমাত্র মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে। লালবাজার জানিয়েছে, কলকাতায় ৫৯টি মিছিল বেরোবে, যার মধ্যে পাঁচটি বড় মিছিল। এই মিছিলগুলি এন্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ্যাভিনিউ, হেস্টিংস ও কাশীপুর থেকে শুরু হবে। প্রত্যেক মিছিলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।

সব পুলিশকর্মীদের ‘প্রোটেকটিভ গিয়ার’ পরার নির্দেশ দেওয়া হয়েছে। মিছিলের ওপর নজর রাখবে ড্রোন, আগে-পরে হাঁটবে পুলিশ বাহিনী। মিছিলের আশপাশে চলবে পুলিশের টহল। মিছিল চলাকালীন বাইক নিষিদ্ধ। নির্দিষ্ট রুট ছাড়া অন্য কোথাও মিছিল করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্যের ১০টি জেলা ও কমিশনারেটকে সংবেদনশীল এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে ২৯ জন আইপিএস অফিসার পাঠানো হচ্ছে। অস্ত্র নিয়ে মিছিলে যোগ দেওয়াও নিষিদ্ধ। বড় মিছিলগুলির রুটে থাকবে অতিরিক্ত সিসিটিভি ও বডি ক্যামেরা যুক্ত পুলিশকর্মী। সবকিছুর উপর কড়া নজর রাখবে পুলিশ, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নেওয়া যায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.