বেলা বাড়লেই গরমে হাঁসফাঁস করছেন রাজ্যবাসী। যদিও এখনও তাপপ্রবাহের দাপট সেভাবে শুরু হয়নি, কিন্তু গরম ও ঘামেই কষ্টে বাঙালি। মাথায় ছাতা, রাস্তায় ঠান্ডা পানীয়—সব চেষ্টা করেও মিলছে না স্বস্তি। এপ্রিলের শুরুতেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী।
তবে হাওয়া অফিস বলছে, সোমবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, দেশজুড়ে এখন পাঁচটি ঘূর্ণাবর্ত সক্রিয়। রাজস্থান ও অসম সংলগ্ন এলাকায় রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ ও তামিলনাডুতে আরও দুটি এবং আন্দামান সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ৮ এপ্রিল উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় আসবে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা।
এর জেরে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। সোমবার ও মঙ্গলবার ৩০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৯৪ শতাংশ। গরমের সঙ্গে এই আর্দ্রতাই মানুষের অস্বস্তি আরও বাড়াচ্ছে।