শনিবার সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক তথ্যপ্রযুক্তি কর্মীর। ঘটনাটি ঘটেছে ওয়েবেল মোড়ে, সকাল ১০টা নাগাদ। সাঁতরাগাছি থেকে বারাসাতগামী একটি বাস ওই মোড় দিয়ে যাওয়ার সময় রজনী মাহাতো নামে ২৫ বছরের এক যুবতীকে পিছন থেকে ধাক্কা মারে। বাসের চাকা একেবারে তাঁর মাথার উপর দিয়ে চলে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পরই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। ছুটে আসেন ট্র্যাফিক পুলিশ ও পথচারীরা। রক্তাক্ত অবস্থায় রজনীকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
রজনীর বাড়ি ধাপা মাঠপুকুর এলাকায়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন তাঁর পরিবার। শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। ইতিমধ্যেই বাস ও বাসচালককে আটক করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।