ঘোষিত হল চলতি মরসুমের কলিঙ্গ সুপার কাপের সূচি। নকআউট ফরম্যাটে হতে চলা এই টুর্নামেন্ট শুরু হবে ২০ এপ্রিল থেকে, চলবে ৩ মে পর্যন্ত। প্রথম দিনেই খেলতে নামছে দুই প্রধান—ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। অন্যদিকে, মোহনবাগান খেলবে আইলিগের তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে, যাদের মধ্যে সম্ভাব্য নাম রিয়াল কাশ্মীর এফসি। যদিও আইলিগ চ্যাম্পিয়ন এখনও ঘোষণা হয়নি আইনি জটিলতার কারণে, তবুও এআইএফএফ সূচি প্রকাশ করে রেখেছে।
মহামেডান স্পোর্টিংকে নিয়েও সংশয় থাকলেও, সূচি অনুযায়ী ২৪ এপ্রিল তারা খেলবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এমনভাবে সূচি নির্ধারিত হয়েছে যে, ইস্টবেঙ্গল ও মোহনবাগান প্রথম রাউন্ডে জয়ী হলে ২৬ এপ্রিল কোয়ার্টার ফাইনালেই ডার্বি হতে পারে।
উল্লেখ্য, গত বছর সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এবারও দুই প্রধানের প্রথম দিনেই মাঠে নামা ঘিরে উত্তেজনা তুঙ্গে।