প্রথম পর্বে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়াল মোহনবাগান। আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগে জামশেদপুরকে ২-০ গোলে হারিয়ে কাপ ফাইনালে পৌঁছে গেল সবুজ-মেরুন। প্রথম পর্বে ১-২ হারের পর এ দিন জয়ের বিকল্প ছিল না জেমি ম্যাকলারেনদের কাছে। সেই চাপেই জন্ম নিল জয়।
৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জেসন কামিংস। বক্সের মধ্যে বল হাতে লাগিয়েছিলেন প্রণয় হালদার, সেখান থেকেই পেনাল্টি পায় মোহনবাগান। এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল, তখনই ৯৪ মিনিটে গোল করে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেন আপুইয়া। দূর থেকে বাঁক খাওয়া শটে গোলে বল জড়িয়ে দেন মিজ়ো মিডফিল্ডারটি।
ম্যাচ শেষে যুবভারতী যেন উৎসবমুখর—আবির, বাজি আর চিৎকারে ভরে ওঠে গ্যালারি। জামশেদপুরে সমর্থকদের উপর হামলার জবাব মাঠে দিয়েই দিলেন মোহনবাগান ফুটবলাররা।
এ বার ফাইনালে প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। শনিবার যুবভারতীতে মুখোমুখি হবে দুই দল। লিগ জয়ের পর এ বার কাপের দিকে তাকিয়ে সবুজ-মেরুন।