প্রথম পাতা খবর ওয়াকফ আইন ঘিরে উত্তাপ, মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে সংখ্যালঘুদের বার্তা মমতার

ওয়াকফ আইন ঘিরে উত্তাপ, মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে সংখ্যালঘুদের বার্তা মমতার

215 views
A+A-
Reset

মহাবীর জয়ন্তী উপলক্ষে বুধবার ‘নবকার মহামন্ত্র দিবস’-এর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনার সূত্রপাত। ওয়াকফ আইন সংসদে পাশ ও রাষ্ট্রপতির সইয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই সংখ্যালঘুদের উদ্দেশে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয়। দিদি আছে, দিদি রক্ষা করবে।

নতুন ওয়াকফ আইনকে কেন্দ্র করে বিজেপি যেমন মুসলিমদের স্বার্থরক্ষার কথা বলছে, তেমনই কংগ্রেস আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পৌঁছেছে। এই আবহেই মমতার বার্তা।

ওয়াকফ বিলের বিরোধিতায় সংসদীয় কমিটিতেও সক্রিয় ছিল তৃণমূল। আগামী বছরের বিধানসভা ভোটকে সামনে রেখে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা যে আরও জোরালো হচ্ছে তৃণমূলের তরফে, তা স্পষ্ট হয়ে উঠছে মমতার কথায়। তাঁর বার্তা, “ঐক্য থাকলে দেশ এগিয়ে যাবে। অর্থনীতি শক্তিশালী হবে। উন্নতির পথে এগিয়ে যাব আমরা। বিভাজন করলে দেশ দুর্বল হবে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.