অক্ষয় তৃতীয়ার দিন, ৩০ এপ্রিল উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির। তার আগেই শুক্রবার থেকে শুরু হয়ে গেল প্রাক-মাঙ্গলিক অনুষ্ঠান। মঙ্গলঘট নিয়ে মন্দির প্রদক্ষিণ করলেন ২০ জন মহিলা। বেজে উঠল মঙ্গলশঙ্খ।
প্রাণ প্রতিষ্ঠার আগে কলস যাত্রার মতো আচার পালন করলেন ভক্তরা। গর্ভগৃহ ও মন্দির চত্বরে প্রদক্ষিণ করেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ভক্তরা কলস যাত্রায় অংশ নিয়েছিলেন। প্রাণ প্রতিষ্ঠা হবে। অক্ষয় তৃতীয়ায় শুভ উদ্বোধন।”
পুরীর মন্দিরের সেবায়েত রাজেশ দ্বৈতাপতি ইতিমধ্যেই উপস্থিত হয়ে তদারকি করছেন প্রস্তুতি। মন্দিরের সামনে তৈরি হচ্ছে চৈতন্যদ্বার। অরুণ স্তম্ভের পূর্ব দিকে তৈরি হয়েছে যজ্ঞের জন্য তিনটি খড়ের চালা। রাখা হয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা।
প্রশাসনের তরফেও হাজির ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক নেহা বন্দ্যোপাধ্যায় ও বিডিও পূজা দেবনাথ-সহ অন্যান্যরা। সাজসজ্জায় মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর, এমনকি গোটা দিঘা শহরও সেজে উঠেছে আলোকসজ্জা আর রঙিন পোঁচে।