226
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বাংলার তিনজনের পরিবারের জন্য আর্থিক সাহায্য ও সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাঁদের জন্য নয়, জম্মু-কাশ্মীরে বাংলার যে জওয়ান শহিদ হয়েছেন, তাঁর পরিবারের জন্যও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
পুরুলিয়ার মণীশ রঞ্জন মিশ্র ও বেহালার সমীর গুহর পরিবারকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা করে। যাঁদের বাবা-মা জীবিত, তাঁদের ক্ষেত্রে স্ত্রী ও বাবা-মাকে ৫ লক্ষ টাকা করে ভাগ করে দেওয়া হবে।
বিতান অধিকারীর প্রবীণ বাবা-মায়ের জন্য স্বাস্থ্যসাথী কার্ড ও বাবার জন্য ১০ হাজার টাকার মাসিক পেনশনের ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও, উধমপুরে শহিদ ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি এবং দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।