টানা চতুর্থ রাতের জন্য জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর বিনা কারণে গুলি চালাল পাকিস্তানি সেনা।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “২৭-২৮ এপ্রিল রাতে, পাকিস্তানি সেনাবাহিনীর পোস্টগুলি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কুপওয়ারা এবং পুঞ্চ জেলার বিপরীত দিকের এলাকায় বিনা কারণে ছোট অস্ত্রের গুলিবর্ষণ শুরু করে।” ভারতীয় সেনা “দ্রুত এবং কার্যকরভাবে” জবাব দিয়েছে বলেও জানানো হয়েছে।
পুঞ্চ সেক্টরে এই প্রথম বারের মতো পাকিস্তানি সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
পুলওয়ামা ঘটনার পর জম্মু ও কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ হামলা, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বার সাথে যুক্ত একটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর ভূমিকা প্রকাশের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। যেগুলির মধ্যে রয়েছে পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের বহিষ্কার, ছয় দশকেরও বেশি পুরনো সিন্ধু জল চুক্তি স্থগিত করা এবং অটারী স্থল-পরিবহন বন্দর দ্রুত বন্ধ করে দেওয়া।