চলতি বছরের অন্যতম চাঞ্চল্যকর ছাঁটাই মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার ও এসএসসি (SSC)। শনিবার তাঁরা শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে, কলকাতা হাইকোর্টের চাকরি বাতিল সংক্রান্ত রায় পুনর্বিবেচনা করা হোক। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আগামী ৮ মে এই মামলার শুনানি হতে পারে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে।
গত ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক নিয়োগ বাতিলের নির্দেশ দেয়। পুরো প্যানেলই অবৈধ বলে ঘোষণা করা হয়। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে আংশিক স্বস্তি পান শিক্ষকরা—নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত ন’মাস কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেন প্রধান বিচারপতি। তবে দুর্নীতির অভিযোগ বেশি থাকায় গ্রুপ-সি ও ডি অশিক্ষক কর্মীদের সেই সুবিধা দেওয়া হয়নি।
এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, চাকরিচ্যুতদের রাজ্য সরকার ভাতা দেবে। তবে অশিক্ষক কর্মীরা ভাতার অঙ্ক বাড়ানোর দাবি জানিয়েছেন।
এসএসসি জানায়, তারা যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পৃথকভাবে বাছাই করে নতুন রায়ের আবেদন জানাতে চায়। এবার সেইমতোই সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে।