দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার, কিছু কিছু জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, এবং সপ্তাহের শেষভাগে রাজ্য জুড়ে বাড়বে তাপমাত্রা।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এর জেরে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হতে পারে হালকা ঝোড়ো হাওয়াও।
তবে এই স্বস্তির বৃষ্টি খুব বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। শুক্রবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। আলিপুর দফতরের পূর্বাভাস, শুক্রবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
এদিকে উত্তরবঙ্গে এখনও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর ও সংলগ্ন এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস।