পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি লক্ষ্য করে মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ‘অপারেশন সিঁদুর’ চালালো ভারতীয় বাহিনী। সেনার দাবি, ৯টি নির্দিষ্ট স্থানে অত্যন্ত সুনির্দিষ্ট ‘প্রিসিশন স্ট্রাইক’ চালানো হয়েছে। এই হামলা মূলত পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলার জবাবে, যেখানে ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন।
সেনাবাহিনীর এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে জানানো হয়, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুর ও পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে আঘাত হানা হয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রচার হলেও প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে কোনও নির্দিষ্ট শহরের নাম উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, এই হামলার লক্ষ্য শুধুমাত্র জঙ্গি পরিকাঠামো — পাকিস্তানের সেনাবাহিনী নয়। ভারত স্পষ্ট জানিয়েছে, হামলাটি অপ্ররোচনামূলক, সুনির্দিষ্ট এবং সীমিত।
রাত্রে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই অভিযানের বিস্তারিত তথ্য বুধবার প্রকাশ করা হবে। এদিকে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হামলার পর এক্সে লেখেন, “ভারত মাতা কী জয়!” অন্যদিকে, ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল এই ঘটনার পরই আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা ও রাষ্ট্রসচিব মার্কো রুবিয়োর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গেছে।
চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতে পাকিস্তান এখনও পর্যন্ত মুখ খোলেনি। তবে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।