সূত্রের খবর অনুযায়ী, বুধবার (৭ মে) ভোররাতে রাফাল যুদ্ধবিমান থেকে ‘স্কাল্প মিসাইল’ ছুড়ে এবং ‘হ্যামার বোমা’ ব্যবহার করে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে ধ্বংসাত্মক আঘাত হানে ভারত। এই হামলা চালানো হয় জইশ-ই-মহম্মদ ও লস্কর-এ-তৈবা জঙ্গিগোষ্ঠীর শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে, যারা ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিল বলে দাবি ভারতীয় সেনার।
সূত্র বলছে, ৯টি লক্ষ্যবস্তুর মধ্যে ৪টি পাকিস্তানে ও ৫টি পাক-অধিকৃত কাশ্মীরে অবস্থিত। পাকিস্তানে যেসব জায়গায় আঘাত হানা হয়েছে সেগুলি হল— বহাওয়ালপুর, মুরিদকে, শিয়ালকোট ও চাক আমরু। পাক-অধিকৃত কাশ্মীরে আঘাত হানা হয়েছে কোটলি, গুলপুর, ভিম্বর ও মুজাফ্ফরাবাদের দুটি জায়গা।
এই অভিযান ছিল ত্রিবাহিনীর যৌথ অপারেশন, যার নাম ‘অপারেশন সিঁদুর’। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী:
“আমাদের পদক্ষেপ ছিল লক্ষ্যভিত্তিক, পরিমিত এবং অপ্ররোচনামূলক। পাকিস্তানের কোনও সামরিক পরিকাঠামোকে লক্ষ্য করা হয়নি। লক্ষ্য বেছে নেওয়া ও হামলার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।”
এই অভিযান ভারতীয় বাহিনীর কৌশলগত সক্ষমতা ও প্রতিক্রিয়াশীল মনোভাবের স্পষ্ট প্রতিফলন, যা ভবিষ্যতের জঙ্গি কার্যকলাপকে রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।