৭ মে, বুধবার প্রকাশিত হল ২০২৫-এর উচ্চ মাধ্যমিকের ফলাফল। চলতি বছর মোট ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী ‘রেগুলার ভিত্তিতে’ পরীক্ষায় বসেছিলেন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। পাশের হার বেড়ে দাঁড়িয়েছে ৯০.৭৯ শতাংশ, যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ছাত্রদের পাশের হার ৯২.৩ শতাংশ, ছাত্রীদের ক্ষেত্রে তা ৮৮.১৩ শতাংশ।
মেধাতালিকায় স্থান পেয়েছেন মোট ৭২ জন কৃতী। প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭ (৯৯.৪ শতাংশ)। দ্বিতীয় স্থানে কোচবিহারের বক্সিরহাট হাই স্কুলের তুষার দেবনাথ (৪৯৬ নম্বর), তৃতীয় হয়েছেন হুগলির আরামবাগ হাই স্কুলের রাজর্ষি অধিকারী (৪৯৫ নম্বর)। হুগলি জেলা থেকে সর্বাধিক ১৪ জন কৃতী মেধাতালিকায় জায়গা পেয়েছেন।
এ বছর ছিল পুরনো সিলেবাসে শেষবারের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২০২৬ সাল থেকে চালু হবে সিমেস্টার পদ্ধতি, বছরে দু’বার হবে পরীক্ষা। তৃতীয় সেমেস্টার শুরু হবে ২০২৫-এর ৮ সেপ্টেম্বর থেকে, আর চতুর্থ সেমেস্টার ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
বিভাগ অনুযায়ী ফলাফলে বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৪৬ শতাংশ (৮৮,০২২ জন উত্তীর্ণ), বাণিজ্যে ৯৭.৫২ শতাংশ (৩০,৮৮৭ জন), আর কলা বিভাগে ৮৮.২৫ শতাংশ (৩,৬১,০১০ জন)।
২০২৪ সালে মোট পরীক্ষার্থী ছিলেন ৭ লক্ষ ৬৪ হাজার ৪৪৮ জন, যার মধ্যে ‘রেগুলার ভিত্তিতে’ ৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ জন। পাশ করেছিলেন ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। ওই বছর পাশের হার ছিল ৯০ শতাংশ।