প্রথম পাতা খবর টানা দ্বিতীয় রাতে ফের ভারতকে নিশানা পাকিস্তানের, এস-৪০০-তে আটকে গেল ৮ পাক মিসাইল

টানা দ্বিতীয় রাতে ফের ভারতকে নিশানা পাকিস্তানের, এস-৪০০-তে আটকে গেল ৮ পাক মিসাইল

244 views
A+A-
Reset

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ। বুধবারের পর ফের বৃহস্পতিবার রাতে ভারতের একাধিক এলাকাকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলার চেষ্টা চালাল পাকিস্তান। তবে আবারও পাক নাশকতার চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা। এস-৪০০ ‘সুদর্শন চক্র’ সিস্টেম আটকে দিল পাকিস্তানের ছোড়া ৮টি মিসাইল।

সূত্রের খবর, ভারত লাহোরে প্রতিআক্রমণ চালানোর পরই রাতের অন্ধকারে জম্মু, আর এস পুরা, সামবা, আরনিয়া-সহ বেশ কিছু এলাকায় মিসাইল ও ড্রোন ছুড়ে পাক সেনা। কিন্তু ভারতের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সেগুলি আগেই নিষ্ক্রিয় হয়ে যায়। এমনকি জম্মু বিশ্ববিদ্যালয়ের কাছেই গুলি করে নামানো হয় পাকিস্তানের দুটি ড্রোন।

হামলার জেরে জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়। কুপওয়ারা, রাজৌরি— অনেক জায়গায় নিভিয়ে দেওয়া হয় আলো। বাজতে থাকে সতর্কতামূলক সাইরেন। মোবাইল নেটওয়ার্কও বিপর্যস্ত হয় কিছু এলাকায়। বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে জম্মু ও পাঞ্জাবের বিভিন্ন অংশে। পাঠানকোটের কাছে নতুন করে গোলাবর্ষণ শুরু করেছে পাক বাহিনী।

টানা দ্বিতীয় দিন রাতের আড়ালে এই হামলা স্পষ্ট করে দিচ্ছে— দুই দেশের মধ্যে সংঘাত আর সীমান্তে সীমাবদ্ধ নেই। যুদ্ধের রূপরেখা এখন স্পষ্টতই বদলে যাচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.