শনিবার বিকেল ৫টা থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্ত রকম সংঘর্ষ বন্ধ থাকবে বলে জানালেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। স্থল, আকাশ ও জলপথ— কোনও দিকেই সেনা অ্যাকশন চালানো হবে না, এমনটাই স্থির হয়েছে দুই দেশের মধ্যে।
বিক্রম মিস্রি জানান, দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) ভারতের ডিজিএমও-কে ফোন করেন। পাকিস্তানের অনুরোধে ভারত এই সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। এরপর নির্দেশিকা জারি করে বিকেল ৫টা থেকে সমস্ত রকম সামরিক কার্যকলাপ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দুই দেশের ডিজিএমও ফের আলোচনায় বসবেন সোমবার, দুপুর ১২টা নাগাদ।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতার প্রস্তাব দেন। তাঁর পরামর্শে মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপরই দু’দেশের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা আসে।