প্রথম পাতা খবর কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, নামানো হল ১৯৪ যাত্রীকে

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, নামানো হল ১৯৪ যাত্রীকে

267 views
A+A-
Reset

ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে। মঙ্গলবার সকালে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমানে (ফ্লাইট নম্বর 6E5227) বোমা রয়েছে বলে খবর আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ফুল এমার্জেন্সি জারি করেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানে থাকা ১৯৪ জন যাত্রীকে তড়িঘড়ি নামিয়ে আনা হয়। নিরাপত্তার স্বার্থে বিমানটিকে নিরাপদ জায়গায় সরিয়ে রেখে চলছে তল্লাশি। পাশাপাশি টার্মিনাল জুড়েও জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ফোন কলের সূত্র ধরে তল্লাশি শুরু হলেও বিষয়টিকে মোটেই হালকাভাবে নিচ্ছে না কর্তৃপক্ষ। এনএসজি ও বম্ব স্কোয়াডও তল্লাশিতে নেমেছে।

তদন্তে নেমেছে CISF এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও। প্রাথমিক অনুমান, এটি ভুয়ো কল হতে পারে, তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.