প্রথম পাতা খবর হায়দরাবাদের চারমিনার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ শিশু-সহ মৃত অন্তত ১৭

হায়দরাবাদের চারমিনার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ শিশু-সহ মৃত অন্তত ১৭

238 views
A+A-
Reset

হায়দরাবাদের ঐতিহ্যবাহী চারমিনার এলাকার কাছেই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত ১৭ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ৮ জন শিশু এবং ৫ জন মহিলা। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

দমকল বিভাগ জানায়, সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগার খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১১টি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। তিনি জানান, গুলজার হাউস এলাকায় একটি দোকানের উপরের তলায় থাকা পরিবারে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, “পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। কাউকে দায়ী করছি না, তবে পুলিশ, পুরসভা, দমকল ও বিদ্যুৎ দপ্তরকে আরও শক্তিশালী করা জরুরি। শুনেছি, আজ দমকলকর্মীদের পর্যাপ্ত সরঞ্জাম ছিল না। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি আনতে হবে। আমি কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলব এবং মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ব্যবস্থা করার চেষ্টা করব।”

অপরদিকে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডিও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি প্রশাসনিক আধিকারিকদের দ্রুত ত্রাণ ও উদ্ধারের নির্দেশ দিয়েছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.