প্রথম পাতা খবর বুধবার পর্যন্ত রাজ্যে ঝড়বৃষ্টি চলবে, উত্তরে কমলা সতর্কতা

বুধবার পর্যন্ত রাজ্যে ঝড়বৃষ্টি চলবে, উত্তরে কমলা সতর্কতা

290 views
A+A-
Reset

শহরে বৃষ্টি। ছবি: রাজীব বসু

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের সব জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্জাব থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে তৈরি হয়েছে এই আবহাওয়া পরিস্থিতি।

দক্ষিণবঙ্গ:
সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে ৩০–৪০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা।

মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে হলুদ সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে ঝড়ের গতিবেগ হতে পারে ৩০–৪০ কিমি প্রতি ঘণ্টা।

বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে।

উত্তরবঙ্গ:
সোমবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহ, দুই দিনাজপুরে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

মঙ্গলবার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং ও কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেখানে রয়েছে হলুদ সতর্কতা।

বুধবার উত্তরবঙ্গের আট জেলাতেই বজায় থাকবে সতর্কতা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.