প্রথম পাতা খবর পাক সন্ত্রাস তুলে ধরতে বহুদলীয় প্রতিনিধি দলে অভিষেক, কোন কোন দেশে যাচ্ছেন তৃণমূল সাংসদ

পাক সন্ত্রাস তুলে ধরতে বহুদলীয় প্রতিনিধি দলে অভিষেক, কোন কোন দেশে যাচ্ছেন তৃণমূল সাংসদ

230 views
A+A-
Reset

অভিষেক যাচ্ছেন বিদেশ সফরে, ‘অপারেশন সিঁদুর’ তুলে ধরতে এশিয়ার পাঁচ দেশে বহুদলীয় প্রতিনিধি দল

পাকিস্তানের সন্ত্রাসবাদ এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে একাধিক বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল। এশিয়ার পাঁচ দেশে পাঠানো এমনই একটি দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি দলটির নেতৃত্বে থাকবেন জনতা দল ইউনাইটেড (JDU)-এর সাংসদ সঞ্জয় ঝা।

সফরের ঠিক আগে মঙ্গলবার বিদেশ সচিব বিক্রম মিস্রীর সঙ্গে প্রতিনিধি দলের সদস্যদের বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেকও। তবে সফরের নির্দিষ্ট দিনক্ষণের সূচি মঙ্গলবার রাত পর্যন্ত জানায়নি কেন্দ্রীয় সরকার।

সফরে প্রতিনিধি দলটি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া সফর করবে। বিদেশি রাষ্ট্রের কাছে ‘অপারেশন সিঁদুর’-এর উদ্দেশ্য এবং পাকিস্তানের জঙ্গিঘাঁটির বিরুদ্ধে ভারতের অবস্থান ব্যাখ্যা করাই এই সফরের মূল উদ্দেশ্য বলে সূত্রের খবর।

এই প্রতিনিধি দলে আরও রয়েছেন বিজেপির সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী, ব্রিজ লাল, প্রধান বড়ুয়া, হেমাঙ্গ জোশী, সিপিএমের জন ব্রিটাস, কংগ্রেস নেতা সলমন খুরশিদ, প্রাক্তন কূটনীতিক মোহন কুমার প্রমুখ।

প্রথমে তৃণমূলকে না জানিয়ে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে প্রতিনিধি দলের সদস্য করে কেন্দ্র, যার তীব্র বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক। তাঁরা স্পষ্ট করেন, তৃণমূলের হয়ে কে বিদেশ সফরে যাবে, তা দলই ঠিক করবে, কেন্দ্র নয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু মঙ্গলবার সকালে ফোনে এই বিষয়েই মমতার সঙ্গে কথা বলেন। তখনই অভিষেকের নাম চূড়ান্ত করেন তৃণমূল নেত্রী।

সূত্রের খবর, দলের সম্মতি ছাড়া কেন্দ্রীয় হস্তক্ষেপে অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত মমতার প্রস্তাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে অংশ নিচ্ছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.